স্বাধীনতা দিবস

কবি: জিৎ কুন্ডু

আমি সেই দেশের জোয়ান
যেখানে রোজ ধর্ম কাড়ে প্রাণ
যেখানে খবরে অলিম্পিকের সোনা আসে না
আসে শুধু রোগ মৃত্যু আর অযাচিত কামনা
তাও সেই দেশ আজ প্রণাম জানায় কবিগুরুকে
স্যালুট করে তার প্রত্যেক বীর শহীদকে

আমরা আজ …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।