মনে পড়ে

লেখক : জন

 মনে পড়ে কবিতায়,
তোমায় যেন দেখেছি।
কথাগুলো ছবি আঁকে,
মন তাই বুঝিনি।।
তোমায় লিখতে গিয়ে,
অনেক কলম ফুরিয়েছি।
কি করে বলবো তোমায়,
তা তো ভেবে দেখিনি।।
দেখা হলে স্বপনে,
চিনে নিও তখনে।
স্নিগ্ধ আলোর আঁধারে,
নীল দিঘির
Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।