জীবন যেমন

লেখক : কাজল মণ্ডল

পাখিরা উড়ে গেলে-
দিন ফুরায়।
নামে শান্ত সাঁঝ।
জ্বলে সন্ধ্যা-প্রদীপ।
উড়ে ধূপের সুগন্ধী।
ঘরে ঘরে বাজে শাঁখ।
এটা একটা গাঁ।
একটা ছোট্ট গাঁ।
নদীর পাড়ে।
ব্যস্ততার ছোঁয়া সেভাবে
এখানে এখনও লাগেনি।
ক্রমশঃ রাত নামে।
রাত ঘন …

স্বাধীনতার রূপকথা

কবি: কাজল মণ্ডল

এক সময় উজ্জ্বল দিনের শাসন ফুরায়।
ক্লান্ত শব্দরা সব একে একে সব হারায়!
পালকের জলবিন্দুটুকু ঝেরে ফেলে ঘরচলা জল থেকে ওঠা হাঁসেরা মিলে।
ধীরে ধীরে পাখিরা ফিরে আসে নীড়ে।
শান্ত সন্ধ্যা নামে এই বাংলার কুটীরে।
এপাশে ওপাশে …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up