আবার ঘুরে এলাম

লেখক : কালিপদ মন্ডল

আট বছর পর আবার ঘুরে এলাম –
সেই মুহূর্তগুলো আরেকবার পাওয়ার চেষ্টা,
পরিবর্তনের ছাপ পড়েছে কিছুটা
সেই মসৃণ পাকা রাস্তাটা এবার এবড়োখেবড়ো,
পথের ধারে সেই বড় গাছটার পরিবর্তে
দুটি ছোট আম গাছ আর দুটো তিনটে নতুন …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।