প্রতীক্ষা

লেখক : কাজী রাহ্‌নুমা নূর

পথিকের তাড়া থাকে,
সাগরের তাড়া থাকে,
শুধু তাড়া নেই আমার।
মুঠো ভরা সময় নিয়ে বসে আছি
তুমি আসবে বলে-
আমার অবরুদ্ধ প্রতীক্ষার প্রহরগুলো, বুড়িয়ে যায় না হতাশায়,
খুঁড়িয়ে চলে না, না পাওয়ায়।
তোমার জন্য প্রতীক্ষা …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা জমা দিতে ছবিতে ক্লিক করুন