বাবার চোখ

লেখক : কৃপালী চৌধুরী

ছেলেটি জন্মাবার আগে
দেশের জন্য আত্মত্যাগে
শহীদ হয়েছিলেন তার বাবা
পৃথিবীর প্রথম আলো
হয়েছিল আঁধার কালো
চোখ মুছে বুকে নিয়েছিল মা।
ছোট থেকে বাবার ছবি দেখে
গর্ব সহ দুঃখ নিয়ে বুকে
বড় হওয়া তার নিষ্ঠুর জীবন।…

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।