এক নারীর লড়াই…
লেখক : কুশল ভট্টাচার্য্য
কালো গাড়ির কাচে আটকে আমার নীরবতা,
নিঃসহায়-সম্পদহীন আমার দুর্বিষহ জীবন।
আলোর মিছিলে হারিয়ে ক্ষণিকের অভুক্ত পেট;
ক্রমশ নিগ্রহের মাত্রা অতিক্রান্ত।
কত শতাব্দী জোটেনি দুʼবেলা-
পরণের বস্ত্রে জীর্ণ-মলিনতার পাড় বসানো;
সেই পাড় ভেদ করে দৃষ্টি ফেলে, মানবরূপী …