এক নারীর লড়াই…

লেখক : কুশল ভট্টাচার্য্য

কালো গাড়ির কাচে আটকে আমার নীরবতা,
নিঃসহায়-সম্পদহীন আমার দুর্বিষহ জীবন।
আলোর মিছিলে হারিয়ে ক্ষণিকের অভুক্ত পেট;
ক্রমশ নিগ্রহের মাত্রা অতিক্রান্ত।

কত শতাব্দী জোটেনি দুʼবেলা-
পরণের বস্ত্রে জীর্ণ-মলিনতার পাড় বসানো;
সেই পাড় ভেদ করে দৃষ্টি ফেলে, মানবরূপী …

‘আমাকে ফিরতে হবে…’

লেখক : কুশল ভট্টাচার্য্য

চারিদিকে আমার প্রগাঢ় নির্জনতা
অজস্র মেশিনের বিকট শব্দে, হৃদয়ে প্রতিধ্বনিত অনুকম্পা।
জীবন ও মৃত্যুর মধ্যিখানে দাঁড়িয়ে আমি দেখেছি,
বাঁচার কী পরিমাণ আর্তনাদ… আকুতি!
শূন্য দু’হাত চেপে রেখে
আমি সাক্ষী থেকেছি আমার নিঃস্বতার –
উজাড় করেছি আমার …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন