অপেক্ষা
লেখক : লাম্মি খাতুন
নদীর ঘাটে পাঠশালা ফেরত ছেলের দল কি ডুবসাঁতার খেলে?
ওপারের হিজল তলায় বসে ছিপ ফেলে বসে থাকে কি
কলু বাড়ির ছােট ছেলেটি?
খেয়াঘাটে মাঝিবউ কি ভাত হাতে অপেক্ষা করে তার
দেবতার তরে?
গােধুলি লগনে জল তুলে …
jaminurrahman1097@gmail.com
নদীর ঘাটে পাঠশালা ফেরত ছেলের দল কি ডুবসাঁতার খেলে?
ওপারের হিজল তলায় বসে ছিপ ফেলে বসে থাকে কি
কলু বাড়ির ছােট ছেলেটি?
খেয়াঘাটে মাঝিবউ কি ভাত হাতে অপেক্ষা করে তার
দেবতার তরে?
গােধুলি লগনে জল তুলে …
মাঘের তীব্র শীত শেষে,
রুক্ষ প্রকৃতি উঠিল হেসে।
ঘরের পেছনের মেহগনি বন
ঝরে গেল সব দুঃখ তার ;
শাখায় শাখায় নতুন পাতায়
উৎসব নব সবুজের উন্মাদনায়।
থেকে গেল শুধু হৃদয়ের স্তব্ধতা।
বসন্তের আগমনে রাস্তার দু’ধারে
সাদা …
কল্পনাতে তুমি বটবৃক্ষ।
ফাঁকা মেঠোপথের ধারে
যেখানে গ্রীষ্মের তপ্ত দুপুরে
মেঠো কৃষক, রাখাল, ক্লান্ত রমনী, হাঁটুরের দল
শান্তি খুঁজে পাই।
আমি এর ব্যতিক্রম নয়,
তোমার ছায়াতলে, হাতের নাড়ালে, শুভ্র চরণে
কী শান্তি তা কি বোঝান যায়?…
আমি চলে যাব কোন এক বিদঘুটে অন্ধকার রাতে।
নিঃশব্দে, নির্বচনে, নিরালায়, চোখে শ্রাবণ ধারা
শ্রাবণের রাত তাই ধুয়ে মুছে যাবে সব।
কোন অভিযোগ আমার নেই, স্বপ্ন তো তুমি দেখাও নি;
আমি ভুল নাকি ঠিক? আমার অজানা…
আমি ঘুড়ি
তোমার আকাশেই উড়ি।
দূর-দূরান্তে যাই
তোমার গান গাই।
মাথা দুলে দুলে চলি
তবু তোমার টানে ফিরি।
সুতা কেটে দেয় যদি শালিকের দলে
আমার ঠাঁই বাঁশবনের ভাগাড়ে।
যতই উপরে যাই,
নিয়ন্ত্রণ তোমার হাতেতেই রয়।
ছুটে …
ইচ্ছে তব হাতটি তোমার ধরে
শেষ বিকেলে হাঁটব আমি চিত্রা নদীর পাড়ে।
নিশি রাতে তোমার সনে কইবো মনের কথা,
ভাগাভাগি করবো মোদের আছে যত ব্যথা।
চাঁদনী রাতে জোছনা ঝরে ধুসর পৃথিবীতে,
আমি শুধু চেয়ে রবো তোমার …
আমি শিমুলের মালা গেঁথেছি,
গন্ধ নেই কিন্তু মন ছিল তাতে
তুমি এলে না!
কৃষ্ণচূড়ার ঝরা পাপড়ি
ধুলোর ওপর বিছিয়েছি
কই? তুমি তো বসলে না।
কাঠফাঁটা বৈশাখে
তালপাতার পাখা হাতে
তোমাকে কত ডেকেছি!
তুমি তো ডাক শোননি!…
তোমার পরশে আমার স্বপ্ন ভাঙে,
আমি কিন্তু এতে বিচলিত নয়।
চোখ মেলে যখন দেখি তোমার তীক্ষ্ণ রশ্মি আমার কপালে চুম্বন করছে,
আমার হৃদয়ের আন্ধারকে পরাজিত করে আলোর প্রদীপ জ্বলেছে,
তখন আমি সকল স্বপ্ন ভুলে যাই।…