স্বপ্ন
লেখক : মৈত্রেয়ী ব্যানার্জী
দ্বারটি সবসময় বন্ধ থাকত বোসবাড়ির। তিনতলা বাড়ি, লাল রঙের। জানলা দরজা সব সবুজ রঙের। তাতে বাড়িটার আকর্ষণ যেন আরও বেড়েছে। লোহার মোটা মোটা গরাদ। কোনও দুর্গের প্রবেশপথের মতো দু’পাশে মোটা দেওয়াল, একটু উঁচুতে জানলা। দোতলায় ওঠার …