হাওয়া হয়ে যাও ছুঁয়ে

লেখক : মলয় বন্দ্যোপাধ্যায়

যাই বললেই মেঘে যায় ভাসা
চাই বললেই পাওয়া,
হাত বাড়ালেই অসীম আকাশ
সুর মানে গান গাওয়া।
একলা মানেই উদাস দুপুর
খ্যাপা কোকিলের গান,
দুষ্টুমি মানে আল ক্ষেত ধরে
সীমানার সন্ধান।
ভাললাগা মানে চতুর্দশীর
সলাজ অরুণ হাসি,…

হাওয়া হয়ে যাও ছুঁয়ে

লেখক : মলয় বন্দ্যোপাধ্যায়

যাই বললেই মেঘে যায় ভাসা
চাই বললেই পাওয়া
হাত বাড়ালেই অসীম আকাশ
সুর মানে গান গাওয়া|
একলা মানেই উদাস দুপুর
খ্যাপা কোকিলের গান
দুষ্টুমি মানে আল ক্ষেত ধরে
সীমানার সন্ধান।
ভাললাগা মানে চতুর্দশীর
সলাজ অরুণ হাসি…

এ বনানী কাহার?

লেখক : মলয় বন্দ্যোপাধ্যায়

এ বনানী কাহার তাহা আমি জানি।
এই গ্রামে তার বাস ঠিক বলে মানি;
আমারে সে দেখিবে না থামিতে হেথায়
বনানী সুপ্ত আছে হিম শয্যায়
আমার ক্ষুদ্র অশ্ব তীব্র দ্বিধায়,
কি কারণে প্রভু মোর থামিল হেথায় ?…

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন