কোথায় ঈশ্বর?
লেখক : মনোজ চ্যাটার্জী
একরাশ আবর্জনার মত ব্যস্ততা আঁকড়ে
আমি চলেছি মহামহিম ঈশ্বরের খোঁজে
কখনও হিমাচলের পাহাড়ে কখনও আন্দামান সাগরে
কালো পাহাড় আর সমুদ্রের নীল রক্তের মাঝে
তবু পাথরের বুকে আমার অটো ধরার উদগ্রীব ফুল
নীল সমুদ্রের বুকে ভাসে আমার …

