অরুন্ধতীর পাশে
লেখক : মনোজ চ্যাটার্জী
রাতের আকাশে আমি তোমায় দেখেছিলাম
বিদুষী হাসির মাঝে অরুন্ধতীর পাশে
অপেক্ষার প্রহর শেষ হলে
শুকনো ধানক্ষেতে বৃষ্টির জোয়ার আসে।
একটু আভাসের পর অবচেতন প্রতীক্ষায়
দিন কাটে দিন খাওয়া দিনের মত
ভুলে যাই কতদিন
বাদামী মেঘের সাথে …

