অরুন্ধতীর পাশে

লেখক : মনোজ চ‍্যাটার্জী

রাতের আকাশে আমি তোমায় দেখেছিলাম
বিদুষী হাসির মাঝে অরুন্ধতীর পাশে
অপেক্ষার প্রহর শেষ হলে
শুকনো ধানক্ষেতে বৃষ্টির জোয়ার আসে।

একটু আভাসের পর অবচেতন প্রতীক্ষায়
দিন কাটে দিন খাওয়া দিনের মত
ভুলে যাই কতদিন
বাদামী মেঘের সাথে …

শিয়ালদা লোকালের স্বপ্নরা

লেখক : মনোজ চ‍্যাটার্জী

স্বপ্নরা বিনা টিকিটে আসে শিয়ালদা লোকালে
অসহায় টিটিরা ছোটে এপাশ ওপাশ
অনেক অনেক পরে উত্তরপুরুষের হাতে
ছিঁড়ে যাবে গতানুগতিকতার নাগপাশ।

বিনিমাসি তোমার শাড়ির আ়চলে মুছে নেয়
নন্দিতা ঘাম, হামেশাই, স্বপ্নরা মুচকি হাসে
পোটোম‍্যাক টেমসের ভাসমান নৌকায় …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up