শিয়ালদা লোকালের স্বপ্নরা
লেখক : মনোজ চ্যাটার্জী
স্বপ্নরা বিনা টিকিটে আসে শিয়ালদা লোকালে
অসহায় টিটিরা ছোটে এপাশ ওপাশ
অনেক অনেক পরে উত্তরপুরুষের হাতে
ছিঁড়ে যাবে গতানুগতিকতার নাগপাশ।
বিনিমাসি তোমার শাড়ির আ়চলে মুছে নেয়
নন্দিতা ঘাম, হামেশাই, স্বপ্নরা মুচকি হাসে
পোটোম্যাক টেমসের ভাসমান নৌকায় …