না বলা কথা
কবি: মাসকুরা খাতুন
আমার লেখা প্রতিটি লাইনতার নামেই উৎসর্গ
যার জীবনে আমি কেবল
এক কথায় সীমাবদ্ধ,
তার হাসিতে মুগ্ধ আমি
মগ্ন তার চিন্তায়,
আমার অজান্তেই আমার মন
করেছে সে ছিনতাই,
হাসে সে আমার কথায়
বোকা আমায় ভাবে,
হাসতে দেখে তাকে …
Email ID missing
আমার লেখা প্রতিটি লাইনতার নামেই উৎসর্গ
যার জীবনে আমি কেবল
এক কথায় সীমাবদ্ধ,
তার হাসিতে মুগ্ধ আমি
মগ্ন তার চিন্তায়,
আমার অজান্তেই আমার মন
করেছে সে ছিনতাই,
হাসে সে আমার কথায়
বোকা আমায় ভাবে,
হাসতে দেখে তাকে …
ভেঙে পড়েছো আজ তুমি
অন্তর বাহির দিয়ে,
নিরব স্বরে মাটিতে মিশেছো
টুকরো টুকরো হয়ে,
কি ভুল করেছ তুমি
কিবা তোমার অপরাধ,
সমাজ বোবা হয়েছে তাই
নেই কোনো প্রতিবাদ,
জেগে ওঠো নারী তুমি
বাঘিনী রূপে
দাও থাবা এঁকে …