স্মৃতি কাতরতা

লেখক : মাসুক খান

যাবো একদিন চলে এই জগৎ ছেড়ে।
থাকবো একা বদ্ধ ঘরে।
দেখতে পাবো না মাগো তোমার হাসি।
পাবো না দেখতে সুন্দর বিকেলকে।
পাবো না দেখতে সোনালি ধান ক্ষেতকে,
পাবো না দেখতে সেই রোদে পোড়া করিম চাষাকে।
পাবো …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।