পাখি
লেখক : মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
পাখিরও ভাষা আছে।
মায়ের কাছ থেকে যেটি সে উত্তরাধিকারসূত্রে পেয়েছে।
তার প্রাণের স্পন্দন।
অদৃশ্য ঐশ্বরিক শক্তি।
তবে, আমি পাখির ভাষা বুঝি না।
কী আছে তার মধুর কণ্ঠে?
যে এক অজানা আকর্ষণে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাই।…
muhammad.ashrafulalam@gmail.com
পাখিরও ভাষা আছে।
মায়ের কাছ থেকে যেটি সে উত্তরাধিকারসূত্রে পেয়েছে।
তার প্রাণের স্পন্দন।
অদৃশ্য ঐশ্বরিক শক্তি।
তবে, আমি পাখির ভাষা বুঝি না।
কী আছে তার মধুর কণ্ঠে?
যে এক অজানা আকর্ষণে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাই।…
সূর্য থেকে চতুর্থ দূরবর্তী গ্রহ হচ্ছে মঙ্গল। এটি বুধ গ্রহের পরেই সৌরজগতের দ্বিতীয়-ক্ষুদ্রতম গ্রহ। রোমানদের রণদেবতা মার্স এর নামানুসারে মঙ্গল গ্রহের নামকরণ করা হয়েছে। পৃথিবীর প্রাচীনতম সভ্যতার আঁতুড়ঘর মেসোপটেমিয়ার দক্ষিণাংশের প্রাচীন সুমেরীয় সভ্যতার জনগণ …
অতিশয় ধুরন্ধর, প্রখর দৃষ্টিসম্পন্ন, চিৎকার-চেঁচামেচিতে পটু, প্রেমের উচ্ছ্বাসভরা সুললিত সুর, শূন্যে ধ্রুপদি নর্তক, চমৎকার নীলরঙা দুর্লভ নীলকণ্ঠ পাখি- সে তো নয় । কিংবা হিন্দুধর্মের মূল স্তম্ভ ত্রিশক্তির (ব্রহ্মা, বিষ্ণু ও শিব) মধ্যে অগ্রগণ্য, শৈব …