নির্মমতার মাঝে মানবতা

লেখক : মোঃ ফাহিম সরকার


তোমারা দেখনি পানির গায়ে থাকা ছবিটি?
তোমারা পড়নি প্রথম আলোর গায়ে লেখা
নির্মম কবিতাটি?
কে বা কোথায় এই নির্মমতার শিকার।
জানতে চেয়েছ কি একটিবার?
প্রশ্ন নয় আমি জানাতেই আসি বারবার।
প্রশ্ন করো মোরে আমি বলব …

দেওয়ালের কবিতা

লেখক : মোঃ ফাহিম সরকার

তোমরা দেখনি দেওয়ালে আকাঁ ছবিটি?
তোমরা পড়নি দেওয়ালে লেখা কবিতাটি?
কারা এই স্বপ্নময় কবি
যাদের বুকে আছে ওই নির্মম ছবি।
জানতে চেয়েছ একটি বার?
প্রশ্ন নয় আমি জানাবই এবার।
প্রশ্ন করো মোরে আমি বলব বারেবারে…

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।