ভাবছি

লেখক : ড. মিতালি চক্রবর্তী

ভীষণ ইচ্ছে করে তোমাকে অবাক করে দিতে।
ভাবছ, এ কেমন কথা!
সামাজিক সুখে নাই যদি ফিরি
প্রাপ্তির কনক অভ্যেস তবু ডাকবেই
নারকেল ফুলের ঝরে পড়ায়।
পদ্মবনে আসা ভোমরার
না শোনা গানের মতোই –
মাছেরা খুঁটে …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।