ব্যস্ততা

লেখক : ড. মিতালি চক্রবর্তী

কোথাও শঙ্খ, কোথাও ঘণ্টাধ্বনি, কোথাও আজান।
চাওয়া পাওয়ার টানাপোড়েনে বোনা
এই পৃথিবীর ইজেলে, ছবি আঁকে মানুষ।
উত্তরে ঘর ভাঙে, দক্ষিণে ফুরোয় ছুটির কারুকাজ,
লাস্যে থাকুক সেলিব্রিটি!
এই যে যন্ত্রণা-অপেক্ষা-উপেক্ষা নিয়ে সাপলুডোর চৌখুপী,
কেউ মাথায়, কেউ …

রূপকথা

লেখক : ড. মিতালি চক্রবর্তী

আমারও একজন মেঘবালিকা আছে, আছে মুঠি ভরা আমের কুশী।
তবুও ধূ-ধূ মাঠঘাট, বালুচরের কাশফুল, আমাকে দোলা দেয় না, তেমন।
হুস করে ভেসে আসা মেঘবালিকা,
সজনে ফুলের সাদা রং খুব ভালবাসে।
আমার প্রিয় নীল অপরাজিতা, ওর …

ভাবছি

লেখক : ড. মিতালি চক্রবর্তী

ভীষণ ইচ্ছে করে তোমাকে অবাক করে দিতে।
ভাবছ, এ কেমন কথা!
সামাজিক সুখে নাই যদি ফিরি
প্রাপ্তির কনক অভ্যেস তবু ডাকবেই
নারকেল ফুলের ঝরে পড়ায়।
পদ্মবনে আসা ভোমরার
না শোনা গানের মতোই –
মাছেরা খুঁটে …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up