আমারই থাক!

লেখক : মিঠু দাস পাল

আজ অনেক দিন পর মেট্রোতে
তোমার সাথে আমার দেখা‌।
বাহন এক হলেও গন্তব্য দুজনের আলাদা,
বড্ড শান্ত দেখাচ্ছিল তোমায়…..

জানি! আজ তুমি অন্য কারোর,
দুজনের দুটি পথ হয়েছে ভিন্ন….
আর পিছু ফিরতে বলব না তোমায়,…

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।