আমার তুমি
লেখক : মলয় সরকার
দমক হাওয়া চমক দিয়ে ছুটে বেড়ায় কাঁপিয়ে ভূমি-
গাছে পাতায় ঘরের চালে ডাক দিয়ে যায়
‘আমার তুমি’।
কানের পাশে ফিসফিসানি লোকের মুখে কানাকানি-
বাসের স্টপে পাড়ায় পাড়ায় রোদে ছায়ায়
জানাজানি-
নদীর বাঁকে আটকে থাকে সোহাগ ভরে…
msarkar53@gmail.com
দমক হাওয়া চমক দিয়ে ছুটে বেড়ায় কাঁপিয়ে ভূমি-
গাছে পাতায় ঘরের চালে ডাক দিয়ে যায়
‘আমার তুমি’।
কানের পাশে ফিসফিসানি লোকের মুখে কানাকানি-
বাসের স্টপে পাড়ায় পাড়ায় রোদে ছায়ায়
জানাজানি-
নদীর বাঁকে আটকে থাকে সোহাগ ভরে…
আকাশটা ভেঙ্গে চুরে যাচ্ছে যন্ত্রণায়
ককিয়ে উঠছে,
ছড়িয়ে যাচ্ছে আর্তনাদ,
বর্ণমালার প্রতিটা শব্দ হয়ে যাচ্ছে রক্তাক্ত-
ধোঁয়ায় ভরে যাচ্ছে চারিদিক,
বাতাসে বারুদের গন্ধ,
গাছপালাগুলো শ্যামলিমা হারিয়ে
জ্বলন্ত পোড়া কাঠ-
আমরা কি ভাষা হারাচ্ছি?
আমরা কি কর্তব্য …
অলোকেশের এই মাঠটার ওপর একটা নস্ট্যালজিয়া আছে। আজ অনেকদিন পর এখানে এসেছে ও । নস্ট্যালজিয়া থাকার কারণ নিশ্চয়ই আছে।
এই মাঠটা, অবশ্য এখন আর সেই মাঠ নেই, উন্নতির জোয়ারে গা ভাসিয়ে, এটা এখন ঝাঁ চকচকে পার্ক। …