স্বাধীনতার চেহারা
কবি: মরফিয়াস্
সিগারেটের শেষ ধোঁয়াটা
হাওয়ায় মিশে যেতে দেখলাম,
এখুনি গাড়ি এসে পড়বে
আজ বাড়ি ফিরতে হবে।
হোস্টেলটাকে এই তো ভালোবাসতে শিখছিলাম,
ছন্নছাড়া ছিলাম, এলোমেলো ছিলাম,
জীবনটাকে আঁকড়ে বাঁচতে শিখছিলাম
যেমন ছিলাম, বেশ ছিলাম।
কোনো এক বিকেলে
বেরিয়ে পড়তাম আমরা …