স্বাধীনতার চেহারা

কবি: মরফিয়াস্

সিগারেটের শেষ ধোঁয়াটা
হাওয়ায় মিশে যেতে দেখলাম,
এখুনি গাড়ি এসে পড়বে
আজ বাড়ি ফিরতে হবে।

হোস্টেলটাকে এই তো ভালোবাসতে শিখছিলাম,
ছন্নছাড়া ছিলাম, এলোমেলো ছিলাম,
জীবনটাকে আঁকড়ে বাঁচতে শিখছিলাম
যেমন ছিলাম, বেশ ছিলাম।

কোনো এক বিকেলে
বেরিয়ে পড়তাম আমরা …

ফিরে আসা

কবি: মরফিয়াস্

বুঝতে পারছি,
কলমে মরচে পড়েছে।
শব্দ আসছে না,
হাত কাঁপে,
বানান আর ব্যাকরণে
ভুল করছি, যেন
এই প্রথমবার কবিতা লিখছি।
অনেকটা সেই প্রথমবার সাইকেল
চালানোর মতন।
জানি অনেকদিন পর ফিরলাম,
বোধহয় অনেক দেরি করে ফেলেছি।
বোধহয় সময় ক্ষমা …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন