সৃষ্টি আমার

লেখক : মৃত্যুঞ্জয় হালদার

সৃষ্টি আমার সহজ সরল যত
বৃষ্টি হয়ে ঝরছে অবিরত
অসহ্য অভিমানী ঘামে
বিকিয়েছি জীবন অল্প দামে।

সৃষ্টি আমার মাটির খামার জুড়ে
দিনরাত্তির নিত্য বেড়ায় ঘুরে
কলকাতায় মিথ্যে কায়া থাকে
নিশুত রাতে স্বপ্ন সাথে জন্মভূমি ডাকে।

সৃষ্টি …

দু’রাত

কবি: মৃত্যুঞ্জয় হালদার

কি জানি কোন উপেক্ষার উপসংহারে
উপোস ভাঙলো একাদশী রাত
এখন তো দুদিন করে সব তিথি যোগ
বিয়োগের বিয়োগান্তক নাটকে
নামী অভিনেতার মতো সিন্ধু সিঞ্চন
প্রশান্তি প্রাণে শান্ত সহবাসে
তৃপ্তির শীৎকারে সার্থক রাত
কোন তিথি যোগে জেগেছিল নদী …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন