পাতা ঝরা দিন
লেখক : মুসা
পাতা ঝরা দিন চাক্ষুষ দেখা কয় জনের জোটে,
অনাবিল সেই আনন্দ ঢেউ নিজ কে ঠেকায়,
আম্র বনের ফুলে বিপ্লব দেখা শ্রেণী হলরেখা
কুড়ি বর্ধন তরুণ মুকুল উঠেছে রেখায়।
সরিষা বর্ণ ধূসর হয়েছে বুড়ো হয় ক্ষণস্থায়ী
বিদায় নিয়েছে …
musha8707@gmail.com
পাতা ঝরা দিন চাক্ষুষ দেখা কয় জনের জোটে,
অনাবিল সেই আনন্দ ঢেউ নিজ কে ঠেকায়,
আম্র বনের ফুলে বিপ্লব দেখা শ্রেণী হলরেখা
কুড়ি বর্ধন তরুণ মুকুল উঠেছে রেখায়।
সরিষা বর্ণ ধূসর হয়েছে বুড়ো হয় ক্ষণস্থায়ী
বিদায় নিয়েছে …
ভালোবাসা মানে তোমার দুয়ারে আমি
দাঁড়িয়ে থেকেছি নির্বাক হয়ে চেয়ে অধিকার,
ভালোবাসা মানে তোমার জন্য আমার যতটা
সারা জীবনের যত সংগ্রাম হাটুরে নামার।
ভালোবাসা মানে তোমার দুয়ারে ঘেরা
মান অভিমান থাকি নিশ্চুপ একা একা মনে,
কেটে দিয়ে …