আমার ফসল
লেখক : নারান মাহাত
শ্রাবণে ভাদরে আমি ভিজি কোথাও বন্যায়,
কোথাও বা অনাবৃষ্টিতে চোখের জল ফেলি।
নিরস্ত্র সৈনিকের ন্যায় লড়াই করে
যেটুকু ফসল ঘরে তুলি,
তা জলের দরে বেচে দিই।
বুঝি, সব বুঝি
এ যে ভারি অন্যায়।
হ্যাঁ জানি, তাও …
imnaran2@gmail.com
শ্রাবণে ভাদরে আমি ভিজি কোথাও বন্যায়,
কোথাও বা অনাবৃষ্টিতে চোখের জল ফেলি।
নিরস্ত্র সৈনিকের ন্যায় লড়াই করে
যেটুকু ফসল ঘরে তুলি,
তা জলের দরে বেচে দিই।
বুঝি, সব বুঝি
এ যে ভারি অন্যায়।
হ্যাঁ জানি, তাও …