তৃষ্ণার নিঃশ্বাস
লেখক : নেশান্তপ্রতীক আশরাফ
আমি হয়ত এই পৃথিবীর সবচেয়ে নষ্ট মানুষ—
কারণ তোমাকে চাওয়ার আগুনে
অন্ধকারে ডুবে গেছি,
বেদনায় পুড়ে গেছি,
তবু তৃষ্ণা মেটেনি এক ফোঁটা।
প্রতিটি নিঃশ্বাসে বেজে ওঠে—
কবিতা, কবিতা, কবিতা…
যেন মসজিদের মিনারে আজানের পরে
এক পাপী …