কিস… সা

লেখক : নিবিড় সাহা

কাল বিকেল থেকে প্রচুর বরফ পড়েছে।

যে লোকটা হাত সেঁকা আগুন জ্বালিয়েছিল,
আজ সকালে, বাসি বরফ সরাতে গিয়ে
কুড়িয়ে পেয়েছে দু’জোড়া ঠোঁট।

হাতের মুঠোয় নিতেই,
সেগুলো রঙিন প্রজাপতি হয়ে
উড়ে গিয়ে বসেছে পাহাড়ি ফুলের গায়ে।

আরেকটু …

সিগারেট

লেখক : নিবিড় সাহা

কখনও গঙ্গার ধারে গেলে একটা সিগারেট সাথে রাখি।
ওখানে পুরোনো এঁটো তামাকের গন্ধ পাই,
তখন খেতে ইচ্ছা করে।
বুকের ভিতর খানিকটা ধোঁয়া টেনে নিলে,
কেটে যাওয়া নানা রঙের ঘুড়ি
গলগল করে বেরিয়ে আসে ধোঁয়ার সাথে।
সুতো …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।