জীবন তরী
লেখক : নিজামুল হাসান
ভোগবিলাসে কেটে যায়
মস্তবড় জীবন,
ক্ষণিক সময় পরে
করি মোরা আস্ফালন।
ঢেউয়ের তালে দুলতে থাকে
মাঝিবিহীন নৌকা,
মোহময় দুনিয়া দেয়
জীবনভর ধোঁকা।
সুখের মায়ায় ছুটতে থাকি
মরীচিকার পিছে,
দম্ভের ওপর চলি-ফিরি
নেমে যাই নিচে।
আপন-স্বজন, বন্ধুমহল…

