মোদের শৈশব

লেখক : নিলিমা

ছোট্ট ছিলাম মায়ের কোলে
খেলেছি অনেক রোজ ,
ছুটেছি কত,করতাম মোরা
খেলার সাথীর খোঁজ ।

শৈশবে ছিলো খেলার নেশা,
ঘুরেছি কত মাঠে।
ধুলির সাথে ছিলো পিরিত
ছুটেছি পথে ঘাটে ।

মনটা ছিলো পাখির মতো,
উড়তো উদাস মনে …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।