অপাংক্তেয়
লেখক : নিরাভরণ
অপাংক্তেয় শব্দগুচ্ছ আমার রাজ্যপাট।
তুমি দুর্ভিক্ষের মত। খরতার ত্রাসে-
শ্রান্ত বুকে দুঃসহ এক সন্ধ্যা নেমে আসে।
লজ্জা ঢাকার মুখোশ বেচে ছন্দপুরের হাট।
বলো, যুদ্ধ তেমন হলো কই? অস্ত্রাগার লুঠ!
রথের চাকা তলিয়ে গেছে, অপার শান্তিঘুম।
অমোঘ অভিশপ্ত …