শূন্যতার নিনাদ
লেখক : নিঃশব্দ আহামদ
দীর্ঘশ্বাস ছেড়ে বলি, মরে যাচ্ছি – এই তো আমি মরে যাচ্ছি – অনড় পা আর এগোচ্ছে না দেখে আষাঢ়ী জলে
ভেসে যাচ্ছি – খড়কুটো, উচ্ছিষ্টের সাথে – কোথাও বিলাপ নেই, আফসোস নেই – নেই না ফেরা …
nishshobdoahmedpoet@gmail.com
দীর্ঘশ্বাস ছেড়ে বলি, মরে যাচ্ছি – এই তো আমি মরে যাচ্ছি – অনড় পা আর এগোচ্ছে না দেখে আষাঢ়ী জলে
ভেসে যাচ্ছি – খড়কুটো, উচ্ছিষ্টের সাথে – কোথাও বিলাপ নেই, আফসোস নেই – নেই না ফেরা …
এই হেমন্তভোর, উড়ো বাতাসে ভেসে যায় মৃত্যুগন্ধি শোক
ফিরে যাচ্ছে যতো বিনীত অনুরোধ
মানুষে মানুষে আজ প্রকট প্রতিশোধ ৷
পুড়ে যাচ্ছে নিঃশ্বাস, বিক্ষত কণ্ঠনালি
নির্বাক, অবাক চোখে মেঘের দেশ
কোথাও নেই রোদের বিভা, বিগ্রহের সময়;
বুক …
আমি তাকালাম, উড়ে যাচ্ছে রোদ
কোথাও পুঞ্জীভূত মেঘে জমে গেছে খেদ-
তাই আর আসা হলো না
শুধু ভাবনার অতল থেকে তুলে আনো সংশয়
বৃষ্টিধোয়া সন্ধ্যা এক ভিজিয়ে যায় চোখ।
টুংটাং শব্দ তুলে পেরিয়ে যাবার কালে দ্বি-চক্র যান…