মৃত্যুগন্ধি শোক
লেখক : নিঃশব্দ আহামদ
এই হেমন্তভোর, উড়ো বাতাসে ভেসে যায় মৃত্যুগন্ধি শোক
ফিরে যাচ্ছে যতো বিনীত অনুরোধ
মানুষে মানুষে আজ প্রকট প্রতিশোধ ৷
পুড়ে যাচ্ছে নিঃশ্বাস, বিক্ষত কণ্ঠনালি
নির্বাক, অবাক চোখে মেঘের দেশ
কোথাও নেই রোদের বিভা, বিগ্রহের সময়;
বুক …