মৃত্যুগন্ধি শোক

লেখক : নিঃশব্দ আহামদ

এই হেমন্তভোর, উড়ো বাতাসে ভেসে যায় মৃত্যুগন্ধি শোক

ফিরে যাচ্ছে যতো বিনীত অনুরোধ
মানুষে মানুষে আজ প্রকট প্রতিশোধ ৷

পুড়ে যাচ্ছে নিঃশ্বাস, বিক্ষত কণ্ঠনালি
নির্বাক, অবাক চোখে মেঘের দেশ
কোথাও নেই রোদের বিভা, বিগ্রহের সময়;
বুক …

এসব অপেক্ষা শেষে

কবি: নিঃশব্দ আহামদ

আমি তাকালাম, উড়ে যাচ্ছে রোদ
কোথাও পুঞ্জীভূত মেঘে জমে গেছে খেদ-
তাই আর আসা হলো না
শুধু ভাবনার অতল থেকে তুলে আনো সংশয়
বৃষ্টিধোয়া সন্ধ্যা এক ভিজিয়ে যায় চোখ।

টুংটাং শব্দ তুলে পেরিয়ে যাবার কালে দ্বি-চক্র যান…

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন