ছেলেবেলা
লেখক : প্রবীর রায়
শৈশবের সেই দিনগুলি
আজও মনে পড়ে
স্মৃতির পাতায় থাকবে
সারাজীবন ধরে।
পাঠশালায় যাওয়া-আসা
পথিমধ্যে মারামারি-দুষ্টুমি
শরৎ স্যারের কানমলা আর
বিপদ স্যারের বেতের পিটুনি।
তাইরে নাইরে ঘুরে বেড়ানো
যখন তখন দৌড়-ছুটাছুটি
উজলা নদীতে লাফ-ঝাপ
ডুবাডুবি-কাদা মাখামাখি।
একসাথে …