রাতের প্রহরী

লেখক : প্রদীপ মুখোপাধ্যায়

রাত নিঝুম
প্রহরীরা নিশ্চুপ, নেই ঘুম।
আমাদের সাথে, পাহারাতে… 
তাদেরই চোখ জাগে, সারারাতে।
অপলক দৃষ্টিতে,
বাঁশির ইশারাতে
শোনা যায়…
আমরা আছি,
জাগতে রহো… হুঁশিয়ার।
একসময়, পৃথিবী ঘুমিয়ে পরে,
তুমি রাতের সে নীরবতা দেখেছ কি?
নিশীথ …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।