উই ওয়ান্ট জাস্টিস মনে প্রাণে

লেখক : প্রদীপ মুখোপাধ্যায়

তিলোত্তমা তিলোত্তমা
জ্বলছে আগুন, তিলোত্তমা
মিছিলে মিছিলে
স্লোগানে স্লোগানে,
‘জাস্টিস’ চাই মনে প্রাণে।
ধর্ণা মঞ্চে গানে গানে
সকল নিরিখে একটাই সুর,
‘জাস্টিস’ চাই মনে প্রাণে।
কাব্য কথায় বলছি তাই
তিলোত্তমার বিচার চাই,
তোমার পায়ে, আমার পায়ে…

রাতের প্রহরী

লেখক : প্রদীপ মুখোপাধ্যায়

রাত নিঝুম
প্রহরীরা নিশ্চুপ, নেই ঘুম।
আমাদের সাথে, পাহারাতে… 
তাদেরই চোখ জাগে, সারারাতে।
অপলক দৃষ্টিতে,
বাঁশির ইশারাতে
শোনা যায়…
আমরা আছি,
জাগতে রহো… হুঁশিয়ার।
একসময়, পৃথিবী ঘুমিয়ে পরে,
তুমি রাতের সে নীরবতা দেখেছ কি?
নিশীথ …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up