ফাঁকি
লেখক : প্রভঞ্জন ঘোষ
অনেক কিছু আমরা দেখে ও দেখি না
আমাদের পাপ সেখানেই
বল্মীক বাসা বাঁধে,
অবক্ষয়ের ত্বক বিচ্যুত হয় অবিরল –
সমাবেশ বিচ্যুত হয়, সঙ্ঘ বিচ্যুত হয়
বিচ্যুত হয় বৃহত্তর প্রকল্প———
জগৎকল্যাণ যজ্ঞে সমারূঢ় হই
এসো, সংকল্প করি …
pravanjanghosh21@gmail.com
অনেক কিছু আমরা দেখে ও দেখি না
আমাদের পাপ সেখানেই
বল্মীক বাসা বাঁধে,
অবক্ষয়ের ত্বক বিচ্যুত হয় অবিরল –
সমাবেশ বিচ্যুত হয়, সঙ্ঘ বিচ্যুত হয়
বিচ্যুত হয় বৃহত্তর প্রকল্প———
জগৎকল্যাণ যজ্ঞে সমারূঢ় হই
এসো, সংকল্প করি …
নাই ভালো তাই ভালো
তাই ভালো নাই ভালো কাঠি,
শুক্ কীট্ নাই ভালো
নাই ভালো ধূলো ঘাঁটাঘাঁটি।
চুম্বক নাই ভালো
তাই ভালো নাই টানাটানি-
ঠন্ ঠনে তীর নাই
নাই ভালো তাই ঝনঝনি।
কন্ঠর রেখা নাই
নাই …