গুচ্ছকবিতা
কবি: প্রীতম বসাক
(১)
দুঃখকে আমরা সর্বসম্মতিক্রমে বেড়ে নিলাম থালায়
একটা নদীতর জীবন বসালাম পিঠে
চলো পৃথিবীর দীর্ঘ অপমান নিয়ে কথা বলি
ফেলে আসা আশ্চর্য আর নীরবতা দিয়ে পিঁড়ি বানাই
গল্পের মাঝে মাঝে বাক্যের গঠন বিষয়ে আলোচনা হবে
জীবনের মলিকুল …