আমার চাওয়া

লেখক : প্রসেনজিত চৌধুরী

যে রাতে ঘুম আসে না,
আমার কবিতা লিখতে ইচ্ছে করে।
হলুদ পাতায়, কালো অক্ষরে,
পর পর লেখা থাকবে অনেকগুলো শব্দ…
অনেক গহীনে থাকবে যার শেকড়।
প্রত্যেক যতি চিহ্নে
জমে থাকবে কিছু দীর্ঘশ্বাস।
প্রতিটা স্তবকে থাকবে
কিছু …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up