খোঁজ
লেখক : পূর্বিতা পুরকায়স্থ
হঠাৎই একদিন ঈথার তরঙ্গে ভাসতে ভাসতে অনন্যার ফেসবুকের পাতায় ভেসে এল ওর এক অতি পরিচিতজন, তমোঘ্নদার লেখা। একটা সিনেমার রিভিউ। একটা ঘরোয়া পার্টিতে স্বামীর দ্বারা অপমানিত ও লাঞ্ছিত একজন স্ত্রীর আত্মসম্মান রক্ষার সংগ্রামের কাহিনী রয়েছে সেই সিনেমায়। অনন্যা মুগ্ধ হয়ে গিয়েছিল সেই …