নদী

লেখক : রাজা সাহেব মুখার্জী

কেউ কি অপেক্ষা করে না কারও
তোমার মতই নদী?
তবুও কেউ তীরে ঘাস বুনে
একাকী নিরবধি!
ঢেউ খেলে যায় ঢেউয়ের পরে,
বুকের ভিতর ছলাৎ ,
ওই সরে যায় চেনা স্রোত
বিদায় অকস্মাৎ।
নদীর মত নরম …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up