সাম্যবাদ
লেখক : রাজেন্দ্র দে
চকচকে পোশাকটাকে একটু বেশিই মাত্রা দিয়ে ফেলেছি
শারীরী ভাষার সাথে আভিজাত্যের দূরতিক্রম্য ব্যবধান।
ওপার থেকে বিদ্রুপের হাসি ছুঁড়ে দেয় পাট ভাঙা কিছু ব্লেজার
মূল্যবান গহনা মাপতে থাকে আপাদমস্তক
যত্ন করে লুকিয়ে রেখেছি হাতকরাতটা।
আকাশ ছোঁয়া মূল্যে …