স্বাধীনতার স্বাদ
লেখক: রণজিৎ বিশ্বাস
রাত্তির দুটো বেজে গেছে। টালির চাল দেওয়া উঁচুতে ছোট্ট জানলা থাকা ছোট ঘরটায় এখনো একটা হলুদ বাল্ব জ্বলছে আর নিস্তব্ধ রাতে প্রখর ভাবে শোনা যাচ্ছে একটা পুরোনো সেলাই মেশিনের ঘরঘর শব্দ। মেশিনে বসে ফাতেমা। পা-মেশিন। তাই একটা পুরোনো কাঠের …