আটাত্তরেও পরাধীন
লেখক : রিঙ্কু চট্টোপাধ্যায়
যাদের রক্তে সাতচল্লিশে,
স্বাধীন হল এ দেশ,
তারা কি জানত, এই পরিণতি,
দলাদলি বিদ্বেষ!
নানান দলের নানান পতাকা,
তেরঙ্গার জন্য দু’দিন!
ছাব্বিশে আর পনেরই
জাতীয় পতাকা উড্ডীন।
তারপর সারাবছর জুড়ে
কাদা ছোঁড়াছুড়ি, দোষা-দোষী।
সাদা কাপড়ে, হাত …