সুভাষ- স্বাধীনতার নবারুণ

কবি: রোনক ব্যানার্জী

যেদিন থেকে স্বপ্নের নাম জোনাকি, কর্তব্যের নাম দেশপ্রেম
২৩শে জানুয়ারি জন্ম তার, ব্রিটিশ বিরোধী আন্দোলনে চেলেছিলো সে আসল গেম;
হোক না সেটা স্কটিশ চার্চ, হোক না সিভিল সার্ভিস
ব্রিটিশ সরকারের বিরোধিতায় নিয়োগপত্র করেছেন তিনি ডিসমিস।

১৯১৯র রাওলাট …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।