যে প্রতিজ্ঞা ভাঙ্গি
লেখক : রুদ্র সুশান্ত
অনেকদিন পর, দীর্ঘদিন দীর্ঘ রজনী কেটে গেছে তুমিহীন,
চলন্ত ট্রেন, একটি বগি, মোচড় দিয়ে বেজে উঠল হৃদয়বীণ।
আজকে হঠাৎ মুখোমুখি, অযুত নিযুত চাপাপড়া কষ্ট
শ্রাবণ মেঘের মতো দীর্ঘশ্বাস ভেসে উঠল স্পষ্ট।
আমাকে পরিবারে শিখিয়েছিল বেঁচে থাকতে, …