শেষ পদচিহ্নে
লেখক : সাধন কুমার বন্দ্যোপাধ্যায়
আকাশের দিকে হাত বাড়িয়ে
কথা বলতে গেলে
ছন্দ আটকে যায় চোদ্দ অক্ষরে
থমকে যায় পর্ব।
শুধু থাকে – দিনলিপির কয়েকটা ছেঁড়া পাতা
পূর্বপুরুষরা যে স্বপ্ন রেখে গিয়েছেন
সেখানে ধুলো জমে,
সেই ধুলো সরানোও হয় না …
b.subharmail@gmail.com
আকাশের দিকে হাত বাড়িয়ে
কথা বলতে গেলে
ছন্দ আটকে যায় চোদ্দ অক্ষরে
থমকে যায় পর্ব।
শুধু থাকে – দিনলিপির কয়েকটা ছেঁড়া পাতা
পূর্বপুরুষরা যে স্বপ্ন রেখে গিয়েছেন
সেখানে ধুলো জমে,
সেই ধুলো সরানোও হয় না …
তোমার হাতের উপর এখন একটা আকাশ
সেখান থেকে দেখা যায় আমার কোঠাবাড়ি
এবং আমার পাণ্ডুলিপিতে খেলা করা রোদ্দুর
আমি মাঝেমধ্যেই ভাবি –
হাত তুলে উড়িয়ে দেব
আমার ছন্দের ভিতর বন্দি সব পাখিগুলোকে
কিন্তু সেসব আর …
(উৎসর্গ : পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথ )
মেঘের থেকে ছড়িয়ে পড়লো আলো।
এই আলোতে দেখা সকাল
ঠিক যেন অনুভবের মগ্ন-দিশা
প্রভাতে প্রভাতে বিভাস বিন্যাস।
কর্মের প্রাণ তবু অসীম-অনন্ত।
তার ঢেউয়ে ঢেউয়ে চঞ্চলের অভিসার।
মিনতিতে প্রবর্তনা।
তবু …
নিরন্ন এক অস্তিত্ব কেবলই এঁকে চলে আশ্চর্য সব ছবি। নিমীলিত ধ্যান সেখানে কথা বলে। উড়ে যায় দু-চারটে পাখি। তাদের ডানায় চেনা পাণ্ডুলিপির অচেনা সব অক্ষর।
সেই সব অক্ষর আমাকে পথ চেনায়। ভোরের সাদা প্রজাপতি সামনে …
মাসিক দীপায়ন প্রতিযোগিতা
