জ্যোতির্বলয়
লেখক : সাধন কুমার বন্দ্যোপাধ্যায়
(উৎসর্গ : পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথ )
মেঘের থেকে ছড়িয়ে পড়লো আলো।
এই আলোতে দেখা সকাল
ঠিক যেন অনুভবের মগ্ন-দিশা
প্রভাতে প্রভাতে বিভাস বিন্যাস।
কর্মের প্রাণ তবু অসীম-অনন্ত।
তার ঢেউয়ে ঢেউয়ে চঞ্চলের অভিসার।
মিনতিতে প্রবর্তনা।
তবু …

