অস্তিত্বের একটি আলোর বিন্দুতে

লেখক : সাধন কুমার বন্দ্যোপাধ্যায়

নিরন্ন এক অস্তিত্ব কেবলই এঁকে চলে আশ্চর্য সব ছবি। নিমীলিত ধ্যান সেখানে কথা বলে। উড়ে যায় দু-চারটে পাখি। তাদের ডানায় চেনা পাণ্ডুলিপির অচেনা সব অক্ষর।

সেই সব অক্ষর আমাকে পথ চেনায়। ভোরের সাদা প্রজাপতি সামনে …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।