মুক্তি – মুক্তি চাই আমি
লেখক : সাধন কুমার বন্দ্যোপাধ্যায়
তোমার হাতের উপর এখন একটা আকাশ
সেখান থেকে দেখা যায় আমার কোঠাবাড়ি
এবং আমার পাণ্ডুলিপিতে খেলা করা রোদ্দুর
আমি মাঝেমধ্যেই ভাবি –
হাত তুলে উড়িয়ে দেব
আমার ছন্দের ভিতর বন্দি সব পাখিগুলোকে
কিন্তু সেসব আর …

