আমি

কবি: সৈকত নাগ

যা বিশ্বাস করি
তা লিখি না। যা লিখি
তা বলি না।

যা স্বততঃ বলি
তা বিশ্বাস করি না।

যা বিশ্বাস করি
তা পালন করি না।

দেখেছি,
নিন্দা করে যারা
তারা ক্ষমা করে না।

ক্ষমা করে যারা
তারা …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।