দূষণ
লেখক : সমীর ঘোষ
দূষণ নিয়ে এখন ওরা
করছে বড়ই মাতামাতি
দেখছে লিখছে ইচ্ছে মতন
চাইছে পেতে হাততালি।
ছিলনা তখন সেনিটারি বা
বাথরুম নামে ছোট ঘর,
খোলা আকাশের নিচেই ছিল
দিগন্ত বিস্তৃত খোলা ঘর।
তখন ছিলনা দামি ফিল্টার
পানীয় জলের …
samir.rgh@gmail.com
দূষণ নিয়ে এখন ওরা
করছে বড়ই মাতামাতি
দেখছে লিখছে ইচ্ছে মতন
চাইছে পেতে হাততালি।
ছিলনা তখন সেনিটারি বা
বাথরুম নামে ছোট ঘর,
খোলা আকাশের নিচেই ছিল
দিগন্ত বিস্তৃত খোলা ঘর।
তখন ছিলনা দামি ফিল্টার
পানীয় জলের …
ঝম ঝম করে নামুক বৃষ্টি
ভাইরাস হোক ধ্বংস
ধুয়ে মুছে সব বয়ে চলে যাক
দূরে বহুদূরে-
যেথা নাই মানুষের বংশ |
জ্যৈষ্ঠের রোদ উঠুক সতেজে
দেখাক নিজের অহংকার
গনগনে আঁচে পুড়িয়ে মারুক
ধ্বংস করুক –…
গতকাল ছিল ফুলে ভরা গাছ
আজিকে জরাজীর্ণ
শতছিন্ন দেহ নিয়ে ওই
দন্ডায়ওমান বৃক্ষ।
আমফান তার কেড়ে নিয়ে গেছে
সাজানো ফুলের ডালি
কঙ্কালসার দেহ টুকু নিয়ে
আসার নিরিখে বাঁচি।
কতোই আঘাত সহেছে না জানি
হু হু শব্দ বানে…