দ্বৈত সত্তা
লেখক : সঞ্চিতা চক্রবর্তী
এ হ’ল আমার কর্ম, যে আমাকে ভোগায়,
আর আমার ভেতরের পশুটাকে একটু একটু করে জাগায়।
প্রত্যেক অশ্রুবিন্দু পরিণত হয় বিষবাষ্পে যেন সে উত্তেজিত করে কোন কালসাপের বিষদাঁতকে।
কখনও মস্তিষ্কে ওঠে রক্তের উন্মাদনা
যেন কোন নরপিশাচ উঠছে …