আদিবাসী খাটুয়া
লেখক : সঞ্চিতা সিকদার
আদিবাসী খাটুয়া জঙ্গল সাফ করেছিল,
পাথর কেটে কেটে মাটির বুক চিরে
বুনেছিল ফসল,
তার দাম দেয়নি কেউ।
এই শহরের ঝুপড়ির আস্তাকুঁড়েতেও
মেলেনি ঠাঁই।
একদিন সে ভিক্ষা চেয়েছিল দ্বারে দ্বারে…
তোমাদের সভ্যতার বুলি তার কানে যায় না!…