মেঘের বসত লেপচাজগত
লেখক : সন্দীপ লায়েক
এক
পুরো পরিকল্পনাটা ছিল ২০১৭-র পুজোর। কিন্তু গুরুং মামা হঠাৎ গোঁসা করলেন। দাদা-দিদিরা ফায়দা লুটতে কচকচিতে মাতলেন। এসব দেখে প্রকৃতিও বুঝি রুষ্ট হলেন। গিন্নীর খুশিমাখানো মুখে নিকষ কালো মেঘ জমলো, আর আমার মন গ্রাস করল একরাশ …