বসন্তের পলাশ
লেখক : সঙ্গীতা মন্ডল
যদি তোমার মতো সুন্দর হতাম পলাশ
তাহলে হয়তো এজীবনে থাকতোই না সুখের অবকাশ।
হয়তো হাজার বার হতো মরন
তবুও একটা সময়ে এসে সবাই করতো স্মরণ।।
লেখক পরিচিতি : সঙ্গীতা মন্ডল
সঙ্গীতা মন্ডল । গ্রাম - লালপুর, …
sangita15mandal@gmail.com
যদি তোমার মতো সুন্দর হতাম পলাশ
তাহলে হয়তো এজীবনে থাকতোই না সুখের অবকাশ।
হয়তো হাজার বার হতো মরন
তবুও একটা সময়ে এসে সবাই করতো স্মরণ।।
লেখক পরিচিতি : সঙ্গীতা মন্ডল
সঙ্গীতা মন্ডল । গ্রাম - লালপুর, …
স্বপ্ন চোখে হাজার
হয়নি পূরণ একটিও আমার।
জানি রয়েছে হাজার কষ্ট
তবুও হতে দেব না একে ভ্রষ্ট
স্বপ্ন তুমি সাথী হয়ে থেকো মোর
তোমায় ঘিরে হোক রাত্রি- ভোর।।
লেখক পরিচিতি : সঙ্গীতা মন্ডল
সঙ্গীতা মন্ডল । …
এই জীবন যুদ্ধ
করেছে আমাকে রুদ্ধ।
বারবার হয়েছি বাধার সম্মুখীন
আশা তবুও রেখেছি চিরদিন।
জানি রয়েছে হাজার কষ্ট
তবুও হতে দেব না একে ভ্রষ্ট।
জানি এক দিন আসবে সুখের
সেই সুখ হবে চিরদিনের।।
লেখক পরিচিতি : …
শীতে বৃষ্টি
একই অনাসৃষ্টি
শীতের ভাগ্য ভালো
বৃষ্টির সাথে দেখা হলো।।
লেখক পরিচিতি : সঙ্গীতা মন্ডল
সঙ্গীতা মন্ডল । গ্রাম - লালপুর, জেলা-পুরুলিয়া