প্রিজম দিয়ে দেখা
লেখক: সংহিতা সেনগুপ্ত
স্বাধীনতা একটি আপাতনিরীহ শব্দ। সন্ধিবিযুক্ত করে স্ব+অধীনতা থেকে বেশি কিছু পাওয়া যায়না। কিন্তু, শব্দটির পরতে পরতে বহুবর্ণ রূপ এবং তাৎপর্য মিশে রয়েছে অত্যন্ত সুন্দর অনুপাতে; যা ব্যক্তিভেদে ও পরিস্থিতিভেদে ভিন্ন মাত্রা বহন করে।
একটি শিশুর কাছে অন্যের …