তিনটি কবিতা

কবি: সায়নী মুন্সী

মলাটের ওপর

সমস্ত বই প’ড়ে ফেলতে হবে আমায়
পাতা উল্টোই
কালো কালো অক্ষরগুলো
নেশা ধরায়-
শিরায় শিরায়;
হাতের উল্টো পাতায়
মুছে ফেলতে হবে এ নশ্বর
জীবন-
এক পৃথিবী
পড়ি আমি;
আরেক পৃথিবী
আমায় পড়ায়
বটগাছ, গুল্মলতা,
আকর্ষী …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন