অমৃতস‍্য

কবি: শৈলেনকুমার দত্ত

যে কোনো পথ দিয়ে হেঁটে যায় ছেলেটি
খানাডোবা চোরাগলি রাজপথ রেস্তোরাঁ শ্মশান মসান
কত রাত কেটে যায় আনমনে দাগ কেটে নদীর গভীরে
অবিন‍্যস্ত চুলদাড়ি, চোয়ালে ফেনিয়ে ওঠা কুড়ি বছরের ক্রোধ
দেখে তবু বোঝা যায় আজও কোনো কবিবন্ধু

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা জমা দিতে ছবিতে ক্লিক করুন